শুটিংয়ে আহত পরী মণি, হেলিকপ্টারে ঢাকায়

Image result for পরিমনি আহত

এ ব্যাপারে পরী মণি এনটিভি অনলাইনকে বলেন, ‘রেললাইনের ওপর দুটি ট্রলির একটিতে ক্যামেরা ছিল, অন্যটিতে ছিলাম আমি। কয়েক সেকেন্ড শট দেওয়ার পর হঠাৎ আমি ট্রলি থেকে পড়ে যাই। এতে ডান হাতে আঘাত পাই। সন্ধ্যার পর প্রচণ্ড ব্যথার সঙ্গে হাত ফুলে যায়, জ্বর আসে।’ গিয়াসউদ্দিন সেলিমের ছবি ‘স্বপ্নজাল’-এর শুটিং করতে গিয়ে পড়ে গিয়ে আহত হয়েছেন চিত্রনায়িকা পরী মণি। মঙ্গলবার বিকেলে চাঁদপুর শহরের রেললাইনের ওপর ট্রলিতে দাঁড়িয়ে শট দেওয়ার সময় হঠাৎ তিনি পড়ে যান। এতে তিনি ডান হাতে প্রচণ্ড আঘাত পান। আজ বুধবার সকালে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে অ্যাপোলো হাসপাতালে তাঁকে চিকিৎসা দেওয়া হয়।

পরী মণি আরো বলেন, ‘আজ সকালে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানিয়েছেন, আমার হাতের হাড় ভাঙ্গেনি। তবে হাড়ে চাপ লেগেছে। আগামীকাল বৃহস্পতিবার সব পরীক্ষার রিপোর্ট হাতে পাব। তখন বিস্তারিত জানা যাবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাচ্ছি। আপাতত বাসাতেই আছি। সুস্থ হলে আবার শুটিং শুরু করব।’ 

‘মনপুরা’ খ্যাত পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের দ্বিতীয় ছবি ‘স্বপ্নজাল’-এর শুটিং শুরু হয়েছে জানুয়ারির মাঝামাঝি সময়ে। শুটিংয়ের কাজ অনেক দূর এগিয়েছে। এ সিনেমার মূল ভূমিকায় অভিনয় করছেন পরী মণি ও নবাগত নায়ক ইয়াশ রোহান। অন্যদের মধ্যে রয়েছেন ফজলুর রহমান বাবু, শাহানা সুমী, শহিদুল আলম সাচ্চু, শিল্পী সরকার, ইরফান সেলিম, মিশা সওদাগর, ফারহানা মিঠু, ইরেশ যাকের, মুনিয়া ইসলাম, শাহেদ আলী, আহসানুল হক মিনু।

মন্তব্যসমূহ