জানি একদিন এই দেহে
থাকিবে না প্রাণ,,
সেইদিন আমি লিখিব না কবিতা
তোমাদের তরে
গাইবো না এই বাংলার গান!!
মোর দেহ জুড়ে থাকিবে না
প্রাণের সঞ্চার,,
সেদিন আমি আর হাটিব না
হিজলদৗ গাঁয়ের
আঁকাবাঁকা পথ ধরে
এই বাংলার //
দোয়েলের কন্ঠে মধুর -গান
আমি শুনিব না আর,,
মোর মরদেহ পড়ে রবে
আকাশে সেদিন ঘনিবে আঁধার //
বর্ষা এলে কভু দেখিব না
বাংলার রূপ,,
কোকিলের কলতান শুনে
আর কভু রব না
আমি নিরালে বসে চুপ //
শ্রাবণ -মেঘে প্রিয় তোমায়
নাহি মনে পড়বে ,,
এই বাংলার মাটিতে শুয়ে রব
মোর দুটি আখৗ নিরালে ঝরবে//
দেখিব না আমি সেই
তাল,নারকেল,আর সুপুরির বাগান,,
প্রভাতে শুনিব ফজরের
আযানের সুমধুর ধ্বনি
যেথায় হবে মোর সমাধিস্থান //
যদি পর -জনমে ফিরে আসি
এই বাংলার মধুমতির গাঁয়,,
মোর জনম যেন কাটে রে হায়
শুধু কবিতায় কবিতায়!!
মন্তব্যসমূহ