হালুয়াঘাট প্রতিনিধি : ময়মনসিংহের হালুয়াঘাটে রাংরাপাড়া সীমান্ত এলাকায় একটি বিড়ল প্রজাতীর প্রাণী ধরা পরেছে। জানা যায় ৮ মার্চ বিকালে পার্শবর্তী ভারত থেকে আসা একটি বিড়ল প্রজাতীর প্রাণী গাছের ডালে ডালে দৌড়ঝাপ করলে হঠাৎ মাটিতে পরে যায়।
এ সময় স্থানীয় লোকজন দেখতে পেয়ে প্রাণীটিকে আটক করে লোহার খাঁচায় বন্দি করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে আসে। তখন ইন্টারনেটে সার্চ দিয়ে প্রাণীটির নাম প্লায়িং লিমার বলে জানা যায়। প্রাণীটি এক হাজার দুইশত মিটার উড়তে পারে। প্রাণীটি বর্তমানে উপজেলা নির্বাহী অফিসারের হেফাজতে রেখে ৯ মার্চ বন বিভাগের
মন্তব্যসমূহ