এবার বিশ্বের প্রচলিত ১৮০টি ভাষায় পবিত্র কোরআনে কারিম অনুবাদ করার সিদ্ধান্ত নিলো তুরস্ক। তুরস্কের ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা মাজহার বিলগেইন সরকারের পক্ষ থেকে এ ঘোষণা করেছেন। খবর অন ইসলামের।
কোরআন অনুবাদের ঘোষণা প্রদানকালে তিনি বলেন, পৃথিবীতে সম্পূর্ণরূপে প্রায় ১৮০টি ভাষা প্রচলিত আছে। তুরস্কের ধর্ম মন্ত্রণালয় এ সব ভাষায় কোরআন অনুবাদ, প্রিন্ট এবং বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
তবে কবে নাগাদ এ প্রকল্প শেষ হবে তা জানাননি তিনি। শুধু অদূর ভবিষ্যতে এই লক্ষ্য অর্জনের আশা প্রকাশ করার কথা বলেছেন।
এ পদক্ষেপের মাধ্যমে বিশ্বের অনেক মানুষ পবিত্র কোরআনের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন বলে তুরস্ক সরকার মনে করছে।
মাজহার বিলগেইন জানান, বর্তমানে তুরস্ক ইংরেজি, ফরাসি, রাশিয়ান, স্প্যানিশ, কির্গিজ, বুলগেরিয়ান, কাজাখ, বসনিয় ভাষায় ভাষায় কোরআন অনুবাদ, ছাপা ও বিতরণ করছে।
মন্তব্যসমূহ