তিনি বলেন, ‘আমি ওনাকে (প্রধানমন্ত্রী) একটি প্রস্তাব দিয়েছিলাম। রাতে আপনি বের হয়ে নিজে মানুষের অবস্থা দেখেন, কিন্তু কই আপনি তো বের হলেন না।’
সোমবার দশম জাতীয় সংসদের নবম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনার সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
এর আগে গত বছরের ৯ জুলাই দশম সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশনে সমাপনী বক্তব্যে রওশন এরশাদ প্রধানমন্ত্রীর প্রতি এ আহ্বান জানান। সেদিন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানুষের দুরবস্থা নিজের চোখে দেখার জন্য বোরকা পড়ে রাতের অন্ধকারে বের হওয়ার অনুরোধ করেন।
সেদিন প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘রাস্তায় বের হয়ে দেখুন, মানুষ কীভাবে জীবনযাপন করে। তাহলে আপনার ধারণা হবে। আপনি সঠিকভাবে জনগণের চিত্র দেখতে পাবেন। আপনি যদি এটা করেন, তাহলে সত্যিকারের বঙ্গবন্ধু কন্যা হিসেবে আরও সম্মানিত হবেন। আপনার চারপাশে যারা আছেন, তারা সত্যিকার তথ্য আপনাকে জানাবে না। অন্যের কাছ থেকে শোনা আর নিজের চোখে দেখার মধ্যে পার্থক্য আছে।’
মন্তব্যসমূহ