গাজীপুরে আনন্দ মেলার নামে অশ্লীল নগ্ন নৃত্য ও জুয়ার আসরে,ভ্রাম্যমাণ আদালতের,ভাংচুর ও অগ্নি সংযোগ।

তানজীর আলম (সোহেল)।
গাজীপুর ময়মনসিংহ রোডে, রাজেন্দ্রপুর হইতে নয়নপুর পর্যন্ত রোডের দুইপাসে একাদিক, আনন্দ মেলার নামে চলছে রাতভর অশ্লীল নগ্ননৃত্য ও রমরমা জুয়ার আসর, আর এসব আন্ন্দ মেলা বার বার ভ্রাম্যমাণ আদালত বেঙ্গেদিলেও পুড়িয়ে দিলেও বন্দ হচ্ছে না এসব মেলার নামে অসামাজিক কার্যকলাপ। ভ্রাম্যমাণ আদালত দিনে পুড়িয়ে দিচ্ছে বেঙ্গে দিচ্ছে রাতে আবার চলছে, হাউজি, ওয়ান টেন, জামাই বউ,টিকটিকি, ও কম বয়সী সুন্দরি নারীদের দিয়ে অশ্লীল নগ্ননৃত্য, ও হরেক রকম জুয়া। রাতের আধারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসচ্ছে দামী দামী গাড়ী নিয়ে নানা প্রকার যুবক বৃদ্ধ লোকজন, আর রাতভর জুয়া আর নগ্ননৃত্যের মাজে কাটে সারা রাত, রাতে এসব স্পটে ঢুকলে মনে হয় এ এক ভিন্ন জগত, এটা বাংলাদেশ নয়, যেন সভ্য জগত ছেড়ে এ এক ভিন্ন জগতে প্রবেশ করলাম, আর এভাবেই এক শ্রেনীর পরধন লোভী লোক, মানুষ কে ধোকাদিয়ে প্রতিদিন হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা, আর প্রশাসনের নিরবতাই বলছে এ এক ভিন্ন জগত। গতকাল বিকেলেও বাঘের বাজার এক আন্দ মেলায় অগ্নি সংযোগ করে ভ্রাম্যমাণ আদালত, এখন সচেতন মহলের, উর্দতন প্রশাসনিক কর্মকর্তা দের কাছে একটাই জোর দাবী সুধু দিনে আগুন আর ভাংচুর নয়, রাতেও প্রশাসনের সক্ত পদক্ষেপ নেয়া হোক। এ অসামাজিক কার্যকলাপ বন্দ হোক। সভ্য দেশের সভ্যতা ফিরে আসুক।

মন্তব্যসমূহ