গাজীপুরে গাড়িচাপায় নিহত ২


গাজীপুরের শ্রীপুর ও কালিয়াকৈরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী ও এক কারখানা শ্রমিক নিহত হয়েছেন।
নিহতরা হলেন, শ্রীপুর বরমী বাজারের ব্যবসায়ী ও স্থানীয় মাইজ পাড়া এলাকার বাসিন্দা সিরাজ উদ্দিন সিরু (৫৫) এবং কালিয়াকৈরের পূর্ব চন্দ্রা এলাকার ফার ইস্ট পোশাক কারখানার শ্রমিক মামুন মিয়া (৩০)।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই ) রাশিদুল হক জানান, সিরু রবিবার সকাল ৯টার দিকে বাজার শেষে বাসায় ফেরার পথে বরমী বাজারের কাঠপট্টি এলাকায় পিকআপের নিচে চাপা পড়েন। সিরু ঘটনাস্থলেই নিহত হন।এলাকাবাসী পিকআপটি আটক করলেও চালক পালিয়ে গেছে।
অপরদিকে, কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই ) মুফতি মাহমুদ জানান, রবিবার ভোরে কালিয়াকৈর উপজেলার পূর্ব চন্দ্রা এলাকায় ট্রাকচাপায় ঘটনাস্থলে নিহত হন ফার ইস্ট কারখানা শ্রমিক মামুন। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্যসমূহ