নির্বাচন পরবর্তী সহিংসতা: ‍ডুমুরিয়ায় হিন্দুদের ‍উপর অত্যাচার; সড়ক অবরোধ

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীরা জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে  জয়ী হয়ে চেয়ারম্যান মোস্তফা সরোয়ার তার  নিজস্ব বাহিনী দিয়ে  বিরোধী প্রতিদ্বন্দ্বীদের উপর আক্রমণ করেছেন ।
তারা আরও জানান – বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে তার বাহিনী  গুটুদিয়া গ্রামের বাসিন্দা দেবদাস মন্ডলকে মারপিট করে। সে ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । এরপর দুপুর আড়াই টার দিকে তার সন্ত্রাসী বাহিনী জিলেরডাঙ্গা মোড়ে চায়ের দোকানে প্রকাশ্যে ইউপি সদস্য বায়েজিদ হালদার এর উপর আক্রমণ করে । এসময় তারা এলোপাথাড়ি মারপিঠ করতে থাকে এবং এক পর্যায়ে লোকজন এগিয়ে এলে তারা পার্শ্ববর্তী কুলটি গ্রামের দিকে চলে যায় । কিছুক্ষন পরে কুলটি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক এবং তিন বার নির্বাচিত সাবেক ইউপি সদস্য কুলটি গ্রামের বাসিন্দা কমল কান্তি রায় কে নিকটস্থ চায়ের দোকানে পেয়ে ইট দিয়ে এলোপাথাড়ি মারতে থাকে । এক পর্যায়ে সন্ত্রাসীরা তাকে গুলি করতে গেলে প্রতিবেশী অর্চনা ফৌজদার এগিয়ে গেলে তাকেও বেধড়ক পিটিয়ে পালিয়ে যায়।
এসময় কুলটি , জিলেরডাঙ্গা , জেলেরডাঙ্গা এবং গুটুদিয়া এলাকার হাজার হাজার নারী-পুরুষ একত্রিত হয়ে বিক্ষোভে ফেটে পড়ে এবং খুলনা-সাতক্ষীরা মহাসড়ক আটকে রেখে লাঠি নিয়ে মিছিল করে। পরে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা নিরাপত্তা এবং আক্রমণকারীদের আটক করার জন্য আশ্বাস দিলেও রাস্তা ছাড়েনি জনতা ।
এরপর স্থানীয় সংসদ সদস্য মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এসে স্থানীয় স্কুল মাঠ প্রাঙ্গনে প্রায় আধা ঘণ্টা কথা বলেন এবং সন্ত্রাসীদের ধরার জন্য আশ্বাস দিলে পরিস্তিতি শিথিল হয়।
 তিনি বলেন, নির্বাচনে জয় পরাজয় থাকবে। তাই বলে প্রতিপক্ষকে মারপিট করা অপরাধ। যারাই সহিংসতা ঘটাচ্ছে তারা যে দলেরই হোক না কেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি নির্দেশ দেয়া হয়েছে। কোন ভাবেই হামলাকারী সন্ত্রাসীদের ছাড় দেয়া হবে না ।
ঘটনাস্থলে আরও উপস্থিত ছিলেন, নির্বাচনের অন্য দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী  শিশির ফৌজদার ও হাসান এবং মহিলা মেম্বার প্রার্থী পার্বতী ফৌজদার ও মীনাক্ষী রানী ফৌজদার এবং এলাকার গণ্য মান্য ব্যক্তিবর্গ ।
ডুমুরিয়া থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করেন বলেন, মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের ধরার জন্য অভিযান শুরু হয়েছে।

মন্তব্যসমূহ