মাধবপুরে জোড়া শিশুদের আলাদা করতে মেডিকেল বোর্ডে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে

indexJJHHJমাধবপুর থেকে
হবিগঞ্জ জেলার মাধবপুরে জোড়া লাগানো অবস্থায় জন্ম নেওয়া দুই মেয়ে শিশুকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে র্ভতি করা হয়ছে। মঙ্গলবার শিশুদরে আলাদা করার বিষয়ে আলোচনার জন্য মেডিকেল বোর্ড বসবে । শিশু দুইটির মা নিলুফার ইয়াসমিন ব্রাক্ষণবাড়িয়ার জেলার নাছিরনগর উপজেলার আলিয়ারা গ্রামের শাহিন মিয়ার স্ত্রী।
গত শনিবার অস্ত্রোপচাররে মাধ্যমে হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেসরকারি তিতাস শিশু ও জেনারেল হাসপাতালে জন্ম হয় শিশু দুটি। পরে তাদের ওসমানী হাসপাতালে স্থানান্তর করা হয়। জোড়া লাগা শিশু দুটি বর্তমানে ওসমানী হাসপাতালরে শিশু র্সাজারি (২৩ নম্বর) ওয়ার্ডে ভর্তি আছে। অন্যদিকে নিলুফার ইয়াসমিনকে তিতাস হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিশু দুটির বাবা শাহিনরে বড় ভাই ইকবাল মিয়া।
ইকবাল সময়ের কন্থসরকে জানান, নিলুফার ইয়াসমিনের শারীরিক অবস্থাও ভালো নয়। শাহিন-নিলুফার দম্পতির নিশু নামের ৬ বছররে আরেকটি মেয়ে আছে। ভাই শাহিন বিদেশে থাকায় তিনিই জোড়া লাগানো শিশু দুটিকে নিয়ে ওসমানী হাসপাতালে আসেন।
এমএজি ওসমানী হাসপাতালরে উপ-পরিচালক ডা. আবদুস সালাম সময়ের কন্থসরকে বলেন , ‘হাসপাতালের শিশু সার্জারি বিভাগের প্রধান ডা. নুরুল আলমের তত্ত্বাবধানে শিশু দুটিকে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার আল্ট্রাসনোগ্রাফী করে দুজনের আলাদা লিভার আছে কিনা, তা নিশ্চিত হওয়া যাবে। এরপর মেডিকেল বোর্ড গঠন করে তাদের আলাদা করাসহ পরর্বতী চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ।

মন্তব্যসমূহ