তাসকিনের লড়াই শুরু

ঢাকা: বিশ্বকাপটা হতে পারত তার জন্য সুখকর। উল্টো হয়েছে রাজ্যের বিষাদযুক্ত। অবৈধ বোলিং অ্যাকশনের জন্য সাময়িক নিষেধাজ্ঞার কবলে পড়েছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। ফলে আগেভাগেই দেশে ফিরতে হয়েছে তাকে। তবে ভেঙে পড়ছেন না এই পেসার। বোলিং অ্যাকশন শুধরে দ্রুতই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে মরিয়া তিনি। ইতোমধ্যে সেই লড়াই শুরু করে দিয়েছেন তাসকিন।  
সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে শুরু হয়েছে তাসকিন আহমেদের অ্যাকশন সংশোধন কার্যক্রম। এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত বাংলাদেশের বোলিং কোচ হিথ স্ট্রিককে সঙ্গে নিয়ে বোলিং অ্যাকশনের কাজ করেন তাসকিন। আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে হলে তার বোলিংয়ে যে খুঁত ধরেছে আইসিসি সেটা শুধরিয়ে আসতে হবে। দিতে হবে আবার পরীক্ষা। তাতে পাস হলেই কেবল ফিরতে পারবেন তিনি।
তাসকিনের নিষেধাজ্ঞা নিয়ে রীতিমতো ঝড় বইয়ে গেছে বাংলাদেশে। কোচ, অধিনায়ক থেকে শুরু করে বিসিবি সভাপতি; কেউই মানতে পারেনি বিষয়টি। তবে প্রতিকূল পরিবেশের মধ্য দিয়েই আগাতে হবে। লড়াই করতে হবে বুক চেতিয়ে, এমন আহ্বান জানিয়েছেন বিসিবি প্রেসিডেন্ট।
বিশ্বকাপের বাছাই পর্বে বাংলাদেশ প্রথম ম্যাচে মোকাবেলা করে নেদারল্যান্ডসের গত ৯ মার্চ। ঐ ম্যাচেই তাসকিন ও আরাফাত সানির বোলিং ত্রুটিপূর্ণ বলে অভিযোগ করেন আম্পায়ার। পরে চেন্নাইয়ে আইসিসির অনুমোদিত ল্যাবে নিজেদের বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন দুজন। কিন্তু শেষ পর্যন্ত সব আশা মিইয়ে যায়, আইসিসি অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে সাময়িক নিষিদ্ধ করে তাসকিন ও সানিকে।

মন্তব্যসমূহ