বাংলাদেশের গব' মোহাম্মদ মুক্তার মিয়া পেলেন সম্মাননা জিতলেন গাড়ি

বাংলাদেশের গব' মোহাম্মদ মুক্তার মিয়া পেলেন সম্মাননা জিতলেন গাড়ি

দুবাই প্রবাসী মোহাম্মদ মুক্তার মিয়া White point সম্মাননা অর্জন করেছেন। গত ২৩ জানুয়ারি ২০১৬ দুবাই এর হোটেল ক্রাউন প্লাজা ইন্টার কন্টিনেন্টালে ইমারাত জেনারেল ট্রান্সপোর্ট শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে আনুষ্ঠানিকভাবে ডিপার্টমেন্ট এর পক্ষ থেকে এ সম্মাননা তুলে দেয়া হয়।
জানা যায়, ইউনাউটেড আরব ইমারাতের ৩৯৯ জনকে বিভিন্ন জরিপে সেলেক্টে করা হয়। তারমধ্যে ৪ জন লটারীর মাধ্যমে পেয়েছেন গাড়ি ও এয়ার-ইমারাতের টিকেট। সব' সেষ টানের ১ম বিজয়ী হলেন মোহাম্মদ মুক্তার মিয়া। তাঁকে ডিপার্টমেন্ট এর পক্ষ থেকে White point ব্যাজ সম্মাননা, গাড়ীর চাবি আনুষ্ঠানিকভাবে তুলে দেন ইমারাত জেনারেল ট্রান্সপোর্ট এর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল্লাহ আল জার্মান। এসময় পুরষ্কার বিজয়ী মোহাম্মদ মুক্তার মিয়া সহ তাঁর দুই মেয়ে রাহমা মুক্তার প্রমি ও রাহিমা মুক্তার হিমিও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমিরাটস জেনারেল  ট্রান্সপোর্ট এর ফাইনেন্স মেনেজার স্কুল ট্রান্সপোর্ট মেনেজার ও জেনারেল মেনেজার শিক্কা মন্ত্রনালয়ের উর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। ৯/২/২০১৬ ইং তারিখে স্কুল ট্রান্সপোর্ট ফজিরা ব্রাঞ্চ এর ব্যবস্থাপক আব্দুল্লাহ মহাম্মদ আল সাদি হুয়াইটপয়েন্টস সম্মাননা সনদপত্র তুলে দেন মোহাম্মদ মুক্তার মিয়াকে। ১ম মাচ সংবধ'না সস্মাননা তুলে দেন ইব্রাহিম আবেদ আল সামচী।  উপপরিচালক সাংস্কৃতিক যুব  ও সামাজিক উন্নয়ন মন্ত্রনালয়  মাসাফি শাখা।
মোহাম্মদ মুক্তার মিয়া দীর্ঘ ৩৬ বছর ধরে দুবাই বসবাস করছেন। সেখানে তাঁর কাজের মূল্যায়ন স্বরুপ বিভিন্ন সময় পুরষ্কার লাভ করেন। তিনি White point সম্মাননা অর্জন করে গর্বিত মনে করছেন। একজন বাংলাদেশী হিসাবে বিদেশের মাটিতে এত বড় সম্মান দেশের জন্য মাইলফলক বয়ে আনবে।
 
ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী ও ২ মেয়েকে নিয়ে দুবাই বসবাস করছেন। তিনি বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের উত্তরপল্কি গ্রামের বাসিন্দা। তিনি সাবেক স্বেছচাসেবক লীগ নেতা এবং বিশিষ্ট সমাজ সেবাক হাজী ঠাকুর মিয়ার পুত্র তিনি সকলের দোয়া ও আশির্বাদ কামনা করছেন।   

মন্তব্যসমূহ