বনশ্রীর ২ ভাইবোনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে


স্টাফ রিপোর্টারImage result for হত্যা

ময়নাতদন্তের রিপোর্ট
বনশ্রীর ২ ভাইবোনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে
জিজ্ঞাসাবাদের জন্য ৩ জন আটক
রাজধানীর বনশ্রীতে মৃত দুই ভাইবোন নুসরাত আমান (১২) ও আলভী আমানকে (৬) শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের চিকিৎসকরা। দুটি লাশের ময়নাতদন্তের পর এ তথ্য জানিয়েছেন তারা।

তবে শিশু দুটিকে খাবারের সাথে বিষ মিশিয়ে দেয়া হয়েছিল কিনা বা কোনো বিষক্রিয়া ছিল কিনা সে ব্যাপারে নিণ্ডিত হতে নমুনা মহাখালীর বাসায়নিক পরীক্ষাগারে পাঠানো হয়েছে। ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের শিক্ষক ডা. সোহেল মাহমুদ সাংবাদিকদের জানান, দুই ভাইবোনের গলায় আঘাতের চিহ্ন ছিল।

তাছাড়া শরীরের বিভিন্ন স্থানেও অনেক আঘাতের চিহ্ন আছে। এ থেকে ধারণা করা হচ্ছে শিশু দুটিকে হত্যা করা হয়েছে।

লাশের ময়নাতদন্ত করেছেন এমন একজন চিকিৎসক নাম না প্রকাশের শর্তে বলেন, দুটি শিশুর জিহ্বা কামড়রত অবস্থায় ছিল। সাধারণত কাউকে গলা টিপে হত্যা করলে জিহ্বা কামড়রত থাকে। তাছাড়া দুটি শিশুর চোখেও রক্ত জমাট অবস্থায় ছিল। গলায় নখের আঁচড় ছিল।

লাশ নিতে দুপুরে শিশু দুটির চাচা আবুল হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। তিনি জানান, এদের মা-বাবা গতকাল মঙ্গলবার সকালে জামালপুর চলে গেছেন। বাচ্চা দুটোর লাশ সেখানেই দাফন করা হবে। রাজধানীর বনশ্রীতে সোমবার রাতে দুই ভাইবোনের রহস্যজনক মৃত্যু হয়েছে। তাদের পরিবারের অভিযোগ, চায়নিজ রেস্তোরাঁ থেকে আগের দিন আনা খাবার গত সোমবার দুপুরে গরম করে খেয়ে তারা ঘুমিয়ে পড়ার পর আর ওঠেনি। অচেতন অবস্থায় হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ঐ রেস্তোরাঁর মালিককে আটক করেছে। নুসরাত ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের পঞ্চম ও আলভী হলি ক্রিসেন্ট স্কুলে নার্সারি শ্রেণীর শিক্ষার্থী ছিল। তাদের বাবা মো. আমান উল্লাহ ব্যবসায়ী ও মা জেসমিন আক্তার গৃহিণী। এই দম্পতির মাত্র দুটি সন্তান ছিল।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় এখনো মামলা হয়নি। পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ নিয়ে আসলে তা গ্রহণ করা হবে। গতকাল জিজ্ঞাসাবাদের জন্য চায়নিজ রেস্তোরাঁর ব্যবস্থাপক, কর্মচারী ও বাবুর্চিকে থানায় নিয়ে আসা হয়েছে।

অপরদিকে এই ঘটনায় গতকাল মঙ্গলবার বাড়ির দারোয়ান, একজন শিক্ষক ও নিহতের এক স্বজনকে আটক করেছে র‌্যাব।

গতকাল দুপুরে তাদের আটক করা হয় বলে জানান, র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান। তিনি জানান, তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আটকদের পরিচয় জানাতে পারেননি তিনি।

মন্তব্যসমূহ