সচিবালয়ে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের জানান, নরসিংদী জেলার সদর থানাধীন মাধবদী তদন্ত কেন্দ্র এবং পটুয়াখালী জেলার কলাপাড়া থানার মহিপুর তদন্ত কেন্দ্রকে থানায় উন্নীত করা হয়েছে।
তিনি বলেন, ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলা আগে থেকেই পৌরসভা ছিল। কিন্তু এতোদিন নিকারের অনুমোদন ছিল না। আজ সভায় আনুষ্ঠানিকভাবে এই পৌরসভার অনুমোদন দেয়া হয়।
এছাড়াও বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল, বেসামরিক বিমান চলাচল এবং পাবলিক প্রকিউরমেন্ট আইনের খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
এর মধ্যে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল আইন, ২০১৬ চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।
মন্তব্যসমূহ