‘হানিফ স্পিনিং মিলে মেশিনে ওড়না পেঁচিয়ে শ্রমিকের মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার ‘হানিফ স্পিনিং মিলে’ ববিন মেশিনে ওড়না পেঁচিয়ে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার সকালে স্পিনিং মিলের উৎপাদন ফ্লোরে এ দুর্ঘটনা ঘটে। কারখানার ব্যবস্থাপক শামিম হোসেন একথা জানিয়েছেন।
নিহত মাহমুদা আক্তার (১৯) আপেল মিয়ার স্ত্রী। কালিয়াকৈরের রাখালিয়ার চালা বৌ বাজার এলাকায় তারা ভাড়া বাসায় থাকতেন।
কারখানার কর্মীদের বরাত দিয়ে শামিম বলেন, সকাল ৬টার দিকে কাজ করার সময় সুতা প্যাঁচানোর ববিনে মাহমুদার ওড়না জড়িয়ে যায়। এতে তার গলায় ফাঁস লেগে যায়। মেশিন থামিয়ে গুরুতর আহত অবস্থায় মাহমুদাকে উদ্ধার করে সফিপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্যসমূহ