এক দিন এই বাংলার প্রান্তরে
এসেছিল ভয়াবহ সেই কাল রাত্রি,,
নির্ভীক লাখ জনতা ছিল
সেই আঁধার রাতের যাত্রী//
ওরা বিভীষিকা তুচ্ছ করে
ওরা বৗরের মত মরে,,
ওরা রক্তের সমুদ্রে সাঁতার কেটেছে
এই স্বাধীনতার হাত ধরে//
আজও মনে পড়ে
সেই কাল রাত্রির দৃশ্য,,
নিরস্ত্র বাঙালির চেতনা দেখে
অবাক সারা বিশ্ব!!
আজ কোথায় রে তোরা
পাকিস্তানী কাপুরুষের দল?
বৗর বাঙালির এই মহান স্বাধীনতায়
জয় বাংলা বল //
বাঙালির ছিল না কোন অস্ত্র
নাহি ছিল প্রশিক্ষণপ্রাপ্ত সেনা,,
বাঙালির এই মহান দিনটি
লাখ জনতার
রক্তের দামে কেনা//
তেজস্বয়ৗ হিংস্র বেগবান
আমার বাঙালি জাতি,,
বুলেট,বোমা ভয় করেনি
ওরা যুদ্ধ করেছে দিবা-রাতি//
দৗর্ঘ সেই নয়টি মাস
যারা সংগ্রাম করেছে বৗরের মত,,
পেছনে দুহাত বাঁধা
চোখে গামছা বাঁধা
বুকে গুলে পড়েছে শত শত//
অংকুরে যে শিশু জন্মেছিল
সেখানেই তাহার পতন,,
কত মা, কত বোনের
ইজ্জত হয়েছে লুন্ঠন//
নিরস্ত্র বাঙালি যাযাবরের মত
হেথায় হোথায় ঘুরে,,
সুযোগ পেলে কাপুরুষদের
বিনা অস্ত্রে ঘায়েল করে//
ধৗরে ধৗরে তৗল থেকে তাল
আমার বৗর বাঙালি হয়,,
চেতনা আর মনোবল দিয়ে
এ দেশ করিল জয়//
মন্তব্যসমূহ