ভালুকায় পল্লীচিকিৎসকের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ



ভালুকায় পল্লীচিকিৎসের অবহেলায় বিষপানে অসুস্থ্য এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কাতলামারি গ্রামে। 
পুলিশ ও স্থানী সূত্রে জানা যায়, উপজেলার কাতলামারি গ্রামের শামছুল হকের ছেলে জালাল উদ্দিন (৩০) ১৮ মার্চ পারিবারিক কারণে বিষ পান করেন। খোঁজ পেয়ে পরিবারের লোকজন জালালকে অসুস্থ্য অবস্থায় স্থানীয় চান্দেরবাজারের পল্লী চিকিৎসক ইসহাকের কাছে নিয়ে যান। পরে ওই চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে রোগী ভাল হয়ে গেছে বলে বাড়ি নিয়ে যেতে বলেন। বাড়ি নিয়ে যাওয়ার পর রোববার সকালে জালাল মারা জান। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। নিহত জালালের পিতা শামছুর হক জানান, ডাক্তার ইসাহাকের অবহেলায় আমার ছেলে মারা গেছে। হাসপাতালে নিয়ে গেলে হয়তো জালাল মারা যেতোনা।
এ ব্যাপারে বক্তব্য নেয়ার জন্য অভিযুক্ত পল্লীচিকিৎসক ইসাহাক আলীকে তার মোবাইল নম্বরে ফোন করা হলে সাংবাদিক পরিচয় জেনে রং নাম্বার বলে তিনি বার বার ফোনটি কেটে দেন।
লাশ উদ্ধারকালী ভালুকা মডেল থানার এসআই জিন্নাহ জানান, লাশ উদ্ধার করে আপাতত সাধারণ ডায়েরী করা হয়েছে। লাশের ময়না তদন্তের পর পরবর্তী আইনী ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্যসমূহ