ময়মনসিংহে সড়ক দূর্ঘটনায় প্রান হারিয়েছেন ড্রাইভার আব্দুল আজিজ (২০) এবং আহত হয়েছেন আরো দুইজন। জানায়, ময়মনসিংহের চর কালি বাড়ি নামক স্থানে দুইটি ট্রাকের মুখোমুখে সংঘর্ষে এ ঘটনাটি ঘটে। আরো জানা যায়, নিহত আব্দুল আজীজ তার ট্রাক নিয়ে পথের পাশে পার্কিং করে ঘুমাচ্ছিলেন এমন
সময় আরেকটি ট্রাক যশোর-ট-১১-১৪৫৮ এর ড্রাইভার রানা হামিদ ট্রাকটিকে থাক্কা দেয় ফলে ঘুমন্ত আব্দুল আজিজ মারাত্মক আহত হয় এবং খবর পেয়ে পুলিশের এসআই মোখলেছুর ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
এদিকে ঘাতক ট্রাক ড্রাইভার রানা হামিদকে আটক করেছে পুলিশ এবং বর্তমানে তিনি ও আহত আরেকজন মমেক হাসপাতালের ৯ নং ওয়ার্ডে ভর্তি আছেন। উল্লেখ্য যে, ট্রাক দুটির মধ্যে একটি সিমেন্টের এবং অপরটি চাউলের বস্তা বহনরত অবস্থায় ছিল । অপরদিকে শহরের মাসকান্দা নামক স্থানে আরেকটি সড়ক দুর্ঘনায় মমেক হাসপাতালের রেকর্ড কিপার তারেকুল ইসলাম তারেক পা হারান। বর্তমানে তিনিও ৯ নং ওয়ার্ডে চিকিৎসাধিন অবস্থায় ভর্তি আছেন বলে জানা যায়।
মন্তব্যসমূহ