‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ শ্লোগানে শ্লোগানে
বরণ করে নিল কেন্দ্রীয় নেতাদের জবি ছাত্রলীগ!
জবি প্রতিনিধি: ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার উৎসবের আমেজের মধ্যে দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়া ছাত্রলীগ নেতাদের বরণ করে নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগ।
রোবাবার বিশ্ববিদ্যালয়ের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ শ্লোগান মুখরিত পরিবেশে ফুলের মালা দিয়ে জবি থেকে স্থান পাওয়া কেন্দ্রীয় নেতাদের বরণ করে নেয়া হয়। এ উপলক্ষে ক্যাম্পাসে মিষ্টি বিতরণ করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
কেন্দ্রীয় কমিটিতে পদ পাওয়া নেতারা হলেন সহ সভাপতি মিজানুর রহমান, তথ্য ও গবেষণা সম্পদক আব্দুল্লাহ আল মামুন, উপ প্রচার সম্পাদক পদে মাহামুদুল হাসান ইরান, সাইফুল্লাহ সাফী ও এ এইচ এম তৌফিক সরাফী সেতু, উপ ধর্ম বিষয়ক সম্পাদক পদে মনিরুজ্জামান দীপু, উপ আপ্যায়ন বিষয়ক সম্পাদক শেখ জসিম উদ্দিন, সহ সম্পাদক পদে মো. আশরাফুল ইসলাম ও রুহুল আমিন, কার্য নির্বাহী সদস্য শাহিনুল ইসলাম বকুল সরকার ও শিকদার সালাউদ্দীন নাজমুল।
সংবর্ধনা শেষে কেন্দ্রীয় নেতারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের সঙ্গে দেখা করতে গেলে সেখানে তাদের স্বাগত জানানো হয়।
এসময় জবি উপাচার্য কেন্দ্রীয় নেতাদেরে মহান স্বাধীনতার স্বপক্ষে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে দেশ মাতৃকার সেবায় নিজেদের নিয়োজিত রাখার জন্য আহ্বান জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জবি শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান জুয়েল, সুরঞ্জন ঘোষ, জহির রায়হান আগুন, উপ-প্রচার সম্পাদক আনিসুর রহমান শিশিরসহ দুই শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী।
মন্তব্যসমূহ