ঈশ্বরগঞ্জ প্রতিনিধি (ময়মনসিংহ) : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেলে ঈশ্বরগঞ্জ রেল স্টেশনের অদুরে মরাখলা নামক স্থানে এ ঘটনাটি ঘটে। নিহতের নাম তফাজ্জল হোসেন(৬০)। তাঁর বাড়ি গৌরৗপুর উপজেলার পুম্বাইল গ্রামে। এ ব্যাপারে কিশোরগঞ্জ রেলওয়ে জিআরপি পুলিশের উপ-পরিদর্শক মো. দেলোয়ার হোসেন জানান, ময়মনসিংহ থেকে চট্রগ্রামগামী ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেন ঈশ্বরগঞ্জ অতিক্রম করে ময়মনসিংহ যাচ্ছিল। এ সময় ট্রেনটি স্টেশন পেরিয়ে মরাখলা এলাকায় পৌঁছলে রেলক্রসিং পারাপারের সময় তফাজ্জল হোসেন ট্রেনে কাটা পড়লে তাঁর শরীর ছিন্ন-বিছিন্ন হয়ে যায়। খবর পেয়ে কিশোরগঞ্জ রেলওয়ে জিআরপি পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় কিশোরগঞ্জ জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে পুলিশ।
মন্তব্যসমূহ