ময়মনসিংহে বিসিএস পরীক্ষা কেন্দ্রের দাবিতে মানববন্ধন


Human_Chain
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে ৩৭তম বিসিএস পরীক্ষার কেন্দ্র স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে পরীক্ষার্থীরা।
শনিবার সকাল ১১টায় ময়মনসিংহ বিভাগবাসীর ব্যানারে নগরীর ঐতিহাসিক ফিরোজ জাহাঙ্গীর চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- বিসিএস পরীক্ষার্থী শফি আহমেদ তামিম, নাজমুল আহসান, জিয়াউল হক, সুমন চন্দ্র ঘোষ, আনিছুর রহমান প্রমুখ।
পরীক্ষার্থীদের দাবির সঙ্গে একমত পোষণ করে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রকাশিত ৩৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তিতে সব বিভাগে ৩৭তম বিসিএস লিখিত পরীক্ষার কেন্দ্র রয়েছে। অথচ ময়মনসিংহ বিভাগে কোনো কেন্দ্র নেই। এ বৈষম্য পরীক্ষার্থীদের জন্য হতাশাজনক।
তারা আরও বলেন, ময়মনসিংহ থেকে বিপুল সংখ্যক শিক্ষার্থী বিসিএস পরীক্ষায় অংশ নেন। ঢাকায় গিয়ে পরীক্ষা দিতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। শিক্ষার্থীদের সমস্যার কথা চিন্তা করে অন্যান্য বিভাগের মতো ময়মনসিংহ বিভাগে বিসিএস পরীক্ষার কেন্দ্র স্থাপনের জন্য জোর দাবি জানান বক্তারা।

মন্তব্যসমূহ