রাজধানীর ডেমরা থানার স্টাফ কোয়ার্টার এলাকায় থেকে ৭০ হাজার পিস ইয়াবাসহ তানভীর হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এসময় তার প্রাইভেট কার জব্দ করা হয়।
বুধবার দুপুরে ডিএমপির গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ কমিশনার এসএম জাহাঙ্গীর আলম সরকার এ তথ্য জানান।
মঙ্গলবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। তানভীরের নামে একটি মামলাও দায়ের করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তানভীর জানায়, ১০ হাজার টাকার বিনিময়ে কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে আরেক মাদক বিক্রেতার কাছে দেওয়ার চুক্তি করে ।
গোয়েন্দা বিভাগের (পূর্ব) উপ-পুলিশ কমিশনার মাহবুব আলমের নির্দেশে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামানের তত্ত্বাবধায়নে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার শাহ নুর আলম পাটওয়ারী অভিযানটির নেতৃত্ব দেন।
মন্তব্যসমূহ