ভালুকায় লিফদের মধ্যে বাই সাইকেল বিতরণ

 ভালুকার ইউনিয়ন পর্যায়ের মাছ চাষ প্রযুক্তি  সেবা সম্প্রসারন প্রকল্প (লিফ) এর মধ্যে উপজেলার এগারটি ইউনিয়নের ১১ জন লিফের প্রত্যেক কে একটি করে বাই সাইকেল দেয়া হয়। বুধবার (৩০ মার্চ) আনুষ্ঠানিক ভাবে সাইকেল গুলো বিতরণ করেন ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফা, উপজেলা নির্বাহী অফিসার মো: কামরুল আহসান তালুকদার ,সিনিয়র সহকারী মৎস্য অফিসার বদিউজ্জামান। সাইকেল গ্রহনকারী লিফ গন হলেন - ১ নং উথুরা ইউনিয়ন মো:নাজমুছ সাদাত  , ২ নং মেদুয়ারী ইউনিয়ন, মো: ফারুক হোসেন, ৩নং ভরাডোবা ইউনিয়ন, মো: লুৎফর রহমান , ৪নং ধীতপুর ইউনিয়ন মো: আসাদুল ইসলাম , ৫নং বিরুনীয়া ইউনিয়ন মো: কামরুজ্জামান , ৬নং ভালুকা  ইউনিয়ন মোছা: কহিনুর বেগম , ৭নং মল্লিকবাড়ী ইউনিয়ন মো: আশিকুর রহমান , ৮নং ডাকাতিয়া ইউনিয়ন, মো: ওবাইদুল হক ৯নং কাচীনা ইউনিয়ন মো:সাদিকুর রহমান, ১০নং হবিরবাড়ী ইউনিয়ন,মো:হুমায়ন কবীর , ১১নং রাজৈ ইউনিয়ন মোছা: নাজমা বেগম  ।


মন্তব্যসমূহ