‘তোমার হেলমেট কই’


x

 ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ভালুকা অংশের চারলেন প্রকল্পের প্যাকেজ-৩ এর নির্মাণ কাজ পরিদর্শন শেষে মহাসড়কে অবস্থান নেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। যাবেন ত্রিশাল উপজেলায় প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে। 

পায়ে হেঁটে মন্ত্রী মহাসড়কে উঠেছেন। সবাই ধরে নিয়েছেন মন্ত্রী সরাসরি গাড়িতে উঠবেন। কিন্তু না। মন্ত্রীর দৃষ্টি মহাসড়ক দাবড়ে বেড়ানো মোটর সাইকেলের দিকে। 

হেঁটে হেঁটে অত:পর মন্ত্রী অবস্থান নিলেন মহাসড়কে। ত্রিশাল থেকে ভালুকামুখী মোটর সাইকেল আরোহী ভাই-বোনকে নিজেই ইশারায় থামালেন। চালক ভাইয়ের মাথায় হেলমেট থাকলেও বোনের মাথায় নেই। 

পরিচয় জানতে পেরে মন্ত্রী বললেন, ‘তোমার হেলমেট আছে। তোমার বোনের হেলমেট কই? যদি দুর্ঘটনা ঘটে ধর তুমি বেঁচে গেলে। কিন্তু তোমার বোন মারা গেলো। দুর্ঘটনার জন্য তো একটি মিনিটই যথেষ্ট।’ 

মন্ত্রীর কথায় ভ্যাবাচ্যাকা খেয়ে বসলেন মোটর সাইকেল আরোহী। আর এমনটি হবে না বলে এ যাত্রায় পার পেলেন। 

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে ঘটে এমন ঘটনা। মন্ত্রী দাঁড়িয়ে থাকতেই পর পর তিনটি মোটর সাইকেল যাচ্ছে ভালুকার দিকে। ‘দাঁড়াও’ বলে মন্ত্রী তাদের মোটর সাইকেল থামালেন। তাদের মাথাতেও হেলমেট নেই। মোটর সাইকেল থেকে নামতে বলেন। পুলিশ ডাকেন।  

তাদেরও মন্ত্রী হেলমেট পরা সম্পর্কে সচেতন করলেন। বললেন, ‘জীবনটা অনেক মূল্যবান। তোমার এ হেয়ালীপনার কারণে ঝরে যেতে পারে প্রাণ।’ এ সময় মন্ত্রী তাদের একজনের শার্টের বোতাম লাগাতে বলেন। পরিশেষে ওই যুবকরা ভবিষ্যতে এমনটি হবে না ‘সরি’ বলে মন্ত্রীকে আশ্বস্ত করেন।  

এরপর মন্ত্রীর গাড়িবহর ছুটে চলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দিকে। বেলা সোয়া ১১টায় সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে পৌছেন। 

এরপর মন্ত্রী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটেন

মন্তব্যসমূহ