বাংলাদেশকে ৪ প্রদেশে ভাগ করার নির্দেশনা চেয়ে রিট
বাংলাদেশে ৪টি প্রদেশ গঠনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশনা চেয়ে একটি রিট আবেদন করা হয়েছে। একইসঙ্গে এই রিট আবেদনের রুল শুনানি না হওয়া পর্যন্ত দেশের ৮টি বিভাগীয় শহরে ৮টি সার্কিট বেঞ্চ গঠনে অন্তর্র্বতী আদেশ চেয়ে সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় একটি রিট আবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার সুপ্রিমকোর্টের আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ এই রিট আবেদন করেন। তার রিট আবেদন নম্বর ২৬৭১/২০১৬। এই আবেদনে আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিব এবং প্রধানমন্ত্রীর মূখ্য সচিবকে বিবাদী করা হয়েছে।
রিট আবেদনে বলা হয়, ঢাকা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। দেশে চারটি প্রদেশ হলে জনগণ বিভিন্ন প্রদেশে ভাগ হয়ে যাবে। ঢাকা বসবাসের উপযুক্ত হয়ে গড়ে উঠবে।
রিট আবেদন সম্পর্কে আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ বলেন, ‘সংবিধানের ৫ অনুচ্ছেদ অনুযায়ী প্রজাতন্ত্রের রাজধানী ঢাকা। সেই ঢাকাকে সংবিধান সংশোধন না করে দুই ভাগে ভাগ করা হয়। এভাবে বাংলাদেশকে ৪টি ভাগে ভাগ করে প্রদেশ করা সরকারের ইচ্ছা থাকলেই সম্ভব। এ রিট আবেদনটি বিচারপতি তারিকুল হাকিম এবং বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর আদালতে শুনানি হতে পারে বলে জানিয়েছেন এ আইনজীবী।’
মন্তব্যসমূহ