ফাইনাল খেলা টার্গেট ছিল না মাশরাফির


ঢাকা: ওয়ানডেতে বাংলাদেশ দল ভাল করলেও টি-টোয়েন্টিতে টাইগারদের অতটা উন্নতি হয়নি। তারপরও টাইগাররা যখন খেলতে নামে তখন দর্শকদের যে প্রত্যাশা থাকে সীমাহীন।

বুধবার এশিয়া কাপের খেলায় পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছে স্বাগতিক বাংলাদেশ। এশিয়া কাপে এই দ্বিতীয়বারের মত ফাইনালে উঠল টাইগাররা। তবে, এদিন ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা বলেছেন, ফাইনাল খেলা নাকি তাদের টার্গেট ছিল না।  

মাশরাফি বিন মুর্তজা বলেছেন, টুর্নামেন্টের শুরুতে ফাইনাল খেলা টার্গেট ছিল না। ম্যাচ বাই মাচ ভাল খেলা টার্গেট ছিল। কিন্তু প্রথম ম্যাচে হেরে যাওয়ার পরও আত্মবিশ্বাস ছিল যে ফাইনালে উঠার সুযোগ এখনও আছে। এটি আমি আমার টিমমেটদেরও বলেছি। শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়ের পর আত্মবিশ্বাস বেড়ে যায়। আজও ফাইনালে খেলার লক্ষ্য অতটা ছিল না। ভাল খেলার লক্ষ্য ছিল। মাঠে সবাই ভাল পারফর্ম করেছে। বোলাররা ভাল করেছে। ব্যাটেও ভাল করেছে। ফিল্ডিংও অনেক ভাল হয়েছে। ফলে, আমরা জয় পেয়েছি।

মন্তব্যসমূহ