ভালুকায় খেলাপী কৃষিঋণ আদায়ের লে কৃষি ব্যাংকের মহাক্যাম্প অনুষ্ঠিত

ভালুকা উপজেলার ২৬ হাজার কৃষকের কাছে ১শ কোটি ৬ টাকা কৃষিঋণ অনাদায়ী হয়ে পড়ায়, মাঠ পর্যায়ে ঋণ খেলাপীর সংখ্যা কমিয়ে অনার লে ১৫ (মার্চ )মঙ্গল বার সকালে ভালুকা  উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ কৃষি ব্যাংক ভালুকা শাখা খেলাপী ঋণ আদায় এক মহাক্যাম্পের আয়োজন করে ।
বাংলাদেশ কৃষি ব্যাংকের পরিচালনা পরিষদের চেয়ারম্যান মোঃ ইসমাইল, এই মহাক্যাম্পের শুভ উদ্বোধন করেন ।
অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, এম এ ইউসুফ, ব্যবস্থাপক ,মোঃ মালেক নেওয়াজ, মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক, মোঃ রবিউল আলম, ভালুকা উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল আহসান তালুকদার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ।
 ভালুকা উপজেলার ২৬ হাজার কৃষকদের কাছে ১শ ৬ কোটি টাকার  কৃষিঋণ খেলাপী থাকায়  বাংলাদেশ কৃষি ব্যাংক, ভালুকা শাখা এ ঋণ আদায় ক্যাম্পের আয়োজন করেন, এতে প্রত্যান্ত গ্রামের ঋণগ্রহিতারা উপস্থিত ছিলেন ।

মন্তব্যসমূহ