রাখালিয়া বন্ধু..লেখিকা কবি-শেখ সুমাইয়া সুলতানা

Image result for রাখাল ছেলে
আমারে তুমি পার কইরা দাও
ঐ না গাঙের পারে,,
মোর রাখাল বন্ধু রইছে বসি
কলমৗ বিলের ধারে//hagsdf
কপালে তাহার গামছা বাধা
হাতে তরলা বাঁশের বাঁশি,,
তাহার লাগিয়া মোর ব্যাকুল হিয়া
কান্দে দিবা-নিশি//
নিত্য নিত্য আসে সে যে
বাঁশি বাজানোর ছলে,,
আমারে ডাকে বাঁশির সুরে
এই না গাঙের জলে//
ভর দুপুরে তাহার কি আর
বিবেক -বুদ্ধি নাই?
বাঁশির সুরে গৃহ ছাড়ি
ছুটিয়া আসিয়াছি তাই!!
তরলা বাঁশের চিকন বাঁশি
মধুর সুরে বাজে,,
আমি কি সহিতে পারি?
মন বসে না গৃহ কাজে //
Image result for রাখাল ছেলে
এবার যদি পাই গো তারে
বলিব চোখে চোখে,,
তোমার ঐ নির্লজ্জ বাঁশি
মোরে মারিলো কোন শোকে?!
যখন তখন মোর পাড়া গাঁয়
বাজাইও না বাঁশি,,
ঐ না বাঁশির সুরে আমি
হইয়াছি কুলনাশৗ!!
শেখ সুমাইয়া সুলতানা
শেখ সুমাইয়া সুলতানা
কবিতাটি পাঠিয়েছে,নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের বি এ অনার্স বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রি।
কবিতাটি পাঠিয়েছে,নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের বি এ অনার্স বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রি।

মন্তব্যসমূহ