আইরিশদের হারিয়ে ওমানের রূপক্থা



ঢাকা: নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৮ রানের জয় পর মাশরাফি বলেছিলেন, সামনের ম্যাচ আয়ারল্যান্ডের বিরুদ্ধে বেশ চ্যালেঞ্জের হবে। বাংলাদেশ অধিনায়কের এমন মন্তব্যের বাস্তব ভিত্তি আছে। কারণ ক্রিকেট বিশ্বে আয়ারল্যান্ড সমীহ জাগানো দল। মাঝে মধ্যেই তারা বড় দলগুলোকে হারিয়ে জন্ম দেয় অঘটনের। তবে টি২০ বিশ্বকাপের প্রাথমিক রাউন্ডে এ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে সেই আয়ারল্যান্ডই এবার হয়েছে অঘটনের শিকার। আইরিশদের হারিয়ে রূপকথার জন্ম দিয়েছে প্রথমবারের মতো টি২০ বিশ্বকাপ খেলতে আসা ওমান। বুধবার রাতে ধর্মশালায় নাটকীয় ম্যাচে আয়ারল্যান্ডকে দুই উইকেটে হারিয়েছে ওমান। 
টসে জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৫৪ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে আয়ারল্যান্ড। জবাবে দুই বল বাকি থাকতেই ৮ উইকেটে ১৫৭ রান করে ওমান। ততক্ষণে ওমান শিবিরে জয়োৎসব শুরু হয়ে যায়। বৈশ্বিক কোন টুর্নামেন্টে প্রথমবারের মতো এমন জয়ে বাধভাঙা উল্লাসে মাতে সুলতান আহমেদ শিবির।
১৫৫ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা বেশ ভালোই ছিল ওমানের। বিনা উইকেটে তারা করে ফেলে ৬৯ রান। এরপর ধস। হঠাত করেই ৯০ রানে নেই পাঁচ উইকেট। এরপর আবারো খণ্ড জুটির লড়াই। শেষের দিকে ১৭ বলে ৩২ রান করে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান আমের আলী। শেষ ওভারে দারুণ নাটকীয়তার পর ২ উইকেটের জয় তুলে নেয় ওমান। দলের হয়ে ৩৩ বলে ৩৮ রান করেন ওপেনার জিসান মাকসুদ। ২৬ বলে ৩৪ রান করেন আরেক ওপেনার খাওয়ার আলী। ২৬ বলে ২৪ করেন জতিন্দ্রর সিং। ম্যাচ সেরার পুরস্কার জেতেন আমের আলী। 
এর আগে টসে জিতে ২০ ওভারে ৫ উইকেটে ১৫৪ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। গ্যারি উইলসন দলের পক্ষে সর্বোচ্চ স্কোর করেন। ৩৪ বলে ৫টি চারে ৩৮ রান করেন তিনি। এছাড়া পোর্টারফিল্ডের ২৯ ও নিয়াল ও’ব্রেইনের ১৬ রানই উল্লেখযোগ্য স্কোর। ওমানের সর্বোচ্চ উইকেট শিকারী মুনিস আনসারি দুটি উইকেট পান।

মন্তব্যসমূহ