বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে নেদারল্যান্ডের বিপক্ষে জয় পাবার পর ম্যাচের আম্পায়ার তাসকিন আহমেদের বোলিং অ্যাকশান নিয়ে প্রশ্ন তোলেন।
একইসঙ্গে আরাফাত সানির বিরুদ্ধেও অবৈধ বোলিং অ্যাকশানের অভিযোগ এনেছে আইসিসি।
আজ আইসিসি এক বার্তায় জানিয়েছে আগামী ৭ দিনের মধ্যে আইসিসি অনুমোদিত কোনও পরীক্ষাগারে তাসকিন ও আরাফাত সানিকে বোলিং অ্যাকশানের পরীক্ষা দিতে হবে।
বিবিসি বাংলার সংবাদদাতা শুভজ্যোতি ঘোষ ধরমশালা থেকে জানিয়েছেন আজ এ অভিযোগের প্রতিক্রিয়ায় বাংলাদেশের কোচ চন্দিকা হাথুরুসিংহে এক সংবাদ সম্মেলনে বলেছেন-“আমি আসলে কিছুই বুঝতে পারছিনা"।
মি:হাথুরুসিংহে বলেন "গত কয়েক বছর ধরেতো তাসকিন এবং সানি এই অ্যাকশানেই বল করে আসছে। এদের বোলিং অ্যাকশান নিয়ে কেন আইসিসির পক্ষ থেকে প্রশ্ন তোলা হচ্ছে আমি কিছুই বুঝতে পারছিনা”।
মন্তব্যসমূহ