রুবেল হ্যাপিকে নিয়ে কম জল ঘোলা হয়নি। হ্যাপি আগেই আল্লার রাস্তায় পা বাড়িয়ে মিডিয়া থেকে দূরে সরে গেছেন। এবার যেন রুবেলের পালা। হ্যাঁ, বলছি বাংলাদেশ জাতীয় দলের পেসার রুবেল হোসেনের কথা।
সম্প্রদি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ কয়েকটি পেজের মারফত জানা যায়, বাংলাদেশ জাতীয় দলের পেসার রুবেল হোসেন তিন দিনের জন্য বসুন্ধরা মাদ্রাসায় তাবলীগে বের হয়েছেন। তার সাথে আছেন বাংলা সিনেমার ব্যাডবয় মিশা সওদাঘর।
ইনজুরি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আইন ভঙ্গের অভিযোগে জাতীয় দল থেকে দূরে আছেন রুবেল হোসেন। ফলে ঘরের মাঠে এশিয়া কাপ ও ভারতে অনুষ্ঠতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পারছেন না তিনি। তাই এই অবসর সময়টুকু অনুশীলন এবং অভিনেতা মিশা সওদাগরের সঙ্গে আল্লাহ’র রাস্তায় দাওয়াতি কাজ করে সময় পার করছেন তিনি।
প্রসঙ্গত, বাংলা ছয়াছবির ভিলেন খ্যাত মিশা সওদাগরকে এর আগেও তাবলীগ জামাতে দাওয়াতি কাজে অংশ নিতে দেখা গেছে। অন্যদিকে রুবেল হোসেনও দলে ফিরতে মরিয়া হয়ে নিয়মিত নিজেকে প্রস্তুত করে নিচ্ছেন।
মন্তব্যসমূহ