নেত্রকোনা: নেত্রকোনায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার ঘটনায় গুলিবর্ষণে নিহত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর ভাই। মঙ্গলবার সন্ধ্যায় খালিয়াজুড়ি উপজেলার ৩নং খালিয়াজুড়ি ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম গোলাম আবু কাওসার। তিনি ৩নং খালিয়াজুড়ি ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী গোলাম আবু ইসহাকের ভাই। বিষয়টি নিশ্চিত করেছেন খালিয়াজুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সালাউদ্দিন। স্থানীয় সূত্রমতে, ভোটগ্রহণ শেষে সহিংসতায় জড়িয়ে পড়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থক ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকরা। এসময় প্রতিপক্ষের লোকজনের গুলিবর্ষণে মারাত্মক আহত হন নৌকা প্রতীকের প্রার্থী গোলাম আবু ইসহাকের ছোট ভাই গোলাম আবু কাওসার। পরে তার মৃত্যু হয়। এ ঘটনায় ভোট কেন্দ্র ও আশপাশ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
মন্তব্যসমূহ