ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুর থেকে বাবুল হোসেন (৯) নামে অপহৃত এক শিশুকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শিশুটি উদ্ধারের সময় গ্রেফতার করা হয়েছে অপহরণকারী আলামিন ওরফে রিফাতকে (২০)।রোববার সকালে গৌরীপুর উপজেলার কলতাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিকেলে ডিবি ওসি ইমারত হোসেন গাজী এ খবর নিশ্চিত করেন।ওসি বলেন, গত শুক্রবার সকালে ৩য় শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্র বাবুলকে কৌশলে অপহরণ করে ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারী।পরে এ ঘটনায় ফুলপুর থানায় একটি মামলা দায়ের করলে রোববার সকালে গৌরীপুর থানার কলতাপাড়া এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার ও অপহরণকারীকে আটক করে ডিবি পুলিশ।
মন্তব্যসমূহ