ফেসবুকের প্রোফাইলে ‍টাইগারদের সমর্থন


ফেসবুকের প্রোফাইলে ‍টাইগারদের সমর্থন

অনলাইন ডেস্ক ॥ মাশরাফিদের সমর্থন যোগাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মনোগ্রামে সজ্জিত হয়েছে ক্রিকেট প্রেমীদের ফেসবুকের প্রোফাইল ছবি।
শনিবার দিবাগত রাত থেকে কারও যেন ফেসবুক প্রোফাইলে ভিন্নতা নেই আর। একে এক সবাই নিজের প্রোফাইল ছবিটি রাঙিয়ে তুলছেন দেশের নাম ও বিসিবির মনোগ্রামে।
এই ঐক্য, এই অভিন্নতার আয়োজন সবই বাংলাদেশ ত্রিকেট দলের খেলোয়াড়দের সমর্থন যোগাতে। দেশে হোক আর বিদেশে হোক সর্বত্র বাংলাদেশিরা তাদের ফেসবুকে লাল-সবুজের আঁচড়ে সাজিয়ে নিয়েছেন।
যারা এখনও করতে পারেননি হয়তো খুঁজছেন কিভাবে এমনটি করবেন তারাও করতে পারেন লিংকে ক্লিক করে- https://web.facebook.com/bcbtigercricket/?hc_location=ufi

মন্তব্যসমূহ