সিলেটে নামাজরত মুসল্লিকে কুপিয়ে জখম


নামাজরত মুসল্লিকে কুপিয়ে জখম

মসজিদে নামাজরত মুসল্লিকে কুপিয়ে গুরুতর আহত করেছে মুয়াজ্জিন। সিলেটের দক্ষিণ সুরমার কাজিরখলায় বুধবার এ ঘটনা ঘটে। অভিযুক্ত মুয়াজ্জিনকে পুলিশে সোপর্দ করেছে মুসল্লিরা। 
 
পুলিশ তার কাছ থেকে রক্তমাখা একটি ছুরি উদ্ধার করেছে। আটককৃত মো. আব্দুল কাইয়ুম (২৬) মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার মীর্জাপুর গ্রামের মন্নান খানের পুত্র। সে দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি ইউনিয়নের সুনামপুর তাহফিজুল কোরআন মাদ্রাসার ছাত্র। 
 
বুধবার বিকেলে পুলিশ আব্দুল কাইয়ুমকে কারাগারে প্রেরণ করেছে। আহত আকবর আলী(৬০) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এখন আশঙ্কামুক্ত। এ ঘটনায় আকবর আলীর ছেলে মোর্শেদ ছামী বাদি হয়ে আব্দুল কাইয়ুমকে আসামি করে দক্ষিণ সুরমা থানায় একটি মামলা দায়ের করেন। নং- ৪ (০৯-০৩-১৬)।
 
মামলার তদন্তকারী কর্মকর্তা ও দক্ষিণ সুরমা থানার এসআই রিপটন পুরকায়স্থ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধারালো ছোরা দিয়ে হত্যা চেষ্টার বিষয়টি স্বীকার করেছে কাইয়ুম। এ ঘটনার পেছনে অন্য কোন ষড়যন্ত্র আছে কিনা জানার চেষ্টা চলছে। 

মন্তব্যসমূহ