কোহলি-রোহিতকে টপকে শীর্ষে সাব্বির

অনুশীলনে সাব্বির রহমান রুম্মনবাংলাদেশে সদ্যসমাপ্ত এশিয়া কাপ টি-টোয়েন্টি আসরের সবচেয়ে বেশি রান সংগ্রাহকের পুরস্কার জিতেছিলেন সাব্বির রহমান। পাঁচ ম্যাচে ১৭৬ রান তোলেন তিনি। আসরের চূড়ান্ত পর্বের সর্বোচ্চ রান ছিল এটি। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বেও ফর্ম ধরে রেখেছেন সাব্বির। সর্বশেষ ওমানের বিপক্ষে ম্যাচেও ৪৪ রান করেন। এর সুবাদেই টি-টোয়েন্টিতে ২০১৬ সালের সর্বোচ্চ রানের মালিক এখন তিনি।


২০১৬ সালে খেলা ১২টি টি-টোয়েন্টি ম্যাচে সাব্বিরের রান ৩৮৮। দ্বিতীয়তে থাকা মাসাকাদজার রান ৩৬১। তৃতীয় স্থানে থাকা বিরাট কোহলি এ বছর টি-টোয়েন্টিতে রান করেছেন ৩৫২। চারে রয়েছেন আরেক ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মা। তার রান ৩৩৭।

সবশেষ প্রকাশিত আইসিসির টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে বাংলাদেশের হয়ে ব্যাটসম্যান তালিকায় শীর্ষে সাব্বির রহমান। ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে টাইগারদের ডানহাতি এ ব্যাটসম্যান রয়েছেন তালিকায় ১৮ নম্বরে। ওমানের বিপক্ষে ৪৪ রানের অনবদ্য ইনিংস খেলে সাব্বির নিজেকে দুইধাপ এগিয়ে এনেছেন।

সাব্বিরের পর টাইগারদের হয়ে ব্যাটসম্যান তালিকায় রয়েছেন সাকিব আল হাসান। ব্যাট হাতে সময়টা ভালো না যাওয়া সাকিব চারধাপ পিছিয়ে রয়েছেন ২৯ নম্বরে। বাছাইপর্বে অসাধারণ ব্যাটিং করা তামিম ইকবাল ১৯ ধাপ এগিয়ে বর্তমানে রয়েছেন ৩৩ নম্বরে।
ব্যাটসম্যান ক্যাটাগরিতে ৮৪১ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ। দুইয়ে রয়েছেন ভারতের বিরাট কোহলি। আর তিনে আছেন ইংলিশ ব্যাটসম্যান অ্যালেক্স হেলস। চার থেকে দশ পর্যন্ত তালিকায় রয়েছেন যথাক্রমে দ. আফ্রিকার ফাফ ডু প্লেসিস, নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল, কেন উইলিয়ামসন, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, আফগানিস্তানের মোহাম্মদ শাহজাদ, জিম্বাবুয়ের হ্যামিলটন মাসাকাদজা এবং অজিদের ডেভিড ওয়ার্নার।

মন্তব্যসমূহ