ভালুকায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

12809618_1566296420328525_3988567320349561931_n
12809618_1566296420328525_3988567320349561931_n

ভালুকা উপজেলার আইন শৃঙ্খলা কমিটির নিয়মিত মাসিক সভা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ে৯ ফেব্রুয়ারী) উপজেলা নির্বাহী অফিসার কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা সুলতানা মনি, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মামুন- অর রশিদ সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ও সরকারী বেসরকারী কর্মকর্তা বৃন্দ।

মন্তব্যসমূহ