বশির চাচা আমার পতাকা উড়িয়েছেন: মৌসুমী হামিদ

Vision Led ad on bangla Tribune
ফেসবুকে ভাইরাল হওয়া বশির চাচার ছবিবাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচের সময় চাচা বশিরকে হেনস্তা করার অভিযোগ উঠেছে। যদিও তিনি নিজে সেটি অস্বীকার করেছেন। সেদিন মিরপুর স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ডে বসে বাংলাদেশ  বনাম পাকিস্তান মধ্যকার টি-টোয়েন্টি এশিয়া কাপ খেলা দেখছিলেন অভিনেত্রী মৌসুমী হামিদ ও বেশ কয়েকজন বিনোদন অঙ্গনের মানুষেরা। সেদিন মৌসুমীর কাছ থেকে বাংলাদেশের পতাকা চেয়ে নিয়ে সেটি ওড়ান  চাচা বশির। 
এ বিষয়ে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, 'চাচার পাকিস্তানি পতাকা ওড়ানো দেখে পুলিশ তাকে বলে পেছনে মাননীয় প্রধানমন্ত্রী আছেন। এখানে পাকিস্তানে পতাকা উড়াবেন না। সাইডে উড়ান। তখন  সেখানে উপস্থিত আমরা অনেকেই পুলিশের বক্তব্যের প্রতিবাদ করি। চাচা তখন নিজের পতাকা পাশে রেখে বলেন, ঠিক আছে তোমাদের পতাকাটা দাও আমি উড়াই।'মৌসুমী হামিদ
মৌসুমী আরও বলেন, চাচা আমার হাত থেকে বাংলাদশের পতাকাটি নেন। বেশ কয়েবার তিনি এটা উড়ান। সেসময় তিনি তার দেশের (পাকিস্তান) পতাকা আমার হাতে দিতে চান। আমি সেটা নেইনি।  ' 

তিনি আরও বলেন, 'এর আগেও চাচা আমাদের সঙ্গে খেলা দেখেছেন। তিনি খুবই বন্ধুবাৎসল মানুষ। তাকে কেউ কখনও হ্যারাস করেছে বলে শুনিনি- দেখিওনি।'

মন্তব্যসমূহ