বিনা টিকিটে ভ্রমণের দায়ে কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশনে অভিযান চালিয়ে ৭০৬ ট্রেনযাত্রীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১২ মার্চ) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগীয় চিফ কমার্শিয়াল ম্যানেজার (সিসিএম) সরদার শাহাদৎ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, ভৈরব রেলস্টেশনে দিয়ে যাতায়াত করা সকল ট্রেনে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অভিযান চালানো হয়। অভিযানকালে ট্রেনে বিনা টিকিটে ভ্রমণের দায়ে ৭০৬ জন যাত্রীর কাছ থেকে ১ লাখ ৩৬ হাজার ৬৯০ টাকা জরিমানা আদায় করা হয়।
মন্তব্যসমূহ