নাট্যকর্মী তনু হত্যার প্রতিবাদে সমাবেশ

Tonu-Rp-dth2
:: প্রতিনিধি, কুমিল্লা ::
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে (১৯) ধর্ষণের পর হত্যা করা হয়েছে। গত রোববার রাতে কুমিল্লা ময়নামতি সেনানিবাসের অলিপুর এলাকায় একটি কালভার্টের কাছ থেকে পুলিশ তনুর লাশ উদ্ধার করে।
এ ঘটনার প্রতিবাদে গতকাল মঙ্গলবার সকালে কুমিল্লায় প্রতিবাদ সমাবেশ ও মিছিল করে ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী, নাট্য-সংস্কৃতিকর্মী ও কুমিল্লার সর্বস্তরের মানুষ।
ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার হোসেন আলম বলেন, সকাল ৯টা থেকে ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী, সংস্কৃতিকর্মীরা কুমিল্লায় প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন। আমরা নাট্যকর্মী তনু হত্যার বিচার চাই। অবিলম্বে তনুকে যারা খুন করেছে, তাদের বিচারের আওতায় আনতে হবে।
সেনানিবাসের মতো সুরক্ষিত এলাকায় একটি মেয়েকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? আমরা এর বিচার চাই।
এ ঘটনার বিচার দাবি করে আবৃত্তিশিল্পী কাজী মাহতাব সুমন তাঁর ফেসবুকে লেখেন, গতকাল সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাস এলাকায় পাশবিক নির্যাতন করে হত্যা করা হয়েছে আমাদের সন্তানতুল্য সোহাগী জাহান তনুকে। সোহাগী জাহান তনু একজন সংস্কৃতিকর্মী ছিলেন। নাটক, নৃত্য ও আবৃত্তি এই তিন মাধ্যমেই ছিল তাঁর অল্প-বিস্তর যাতায়াত।
বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ ও গ্রুপ থিয়েটার ফেডারেশানের অন্তর্ভুক্ত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের তিনি ছিলেন একজন নিয়মিত সদস্য ও কলেজের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী। অসচ্ছল পরিবারে বাবা-মায়ের বোঝা না হয়ে ছাত্রছাত্রী পড়িয়ে নিজের খরচ চালাতেন প্রাণবন্ত উদ্যমী সোহাগী জাহান তনু।
বাবা ইয়ার হোসেন ক্যান্টনমেন্ট বোর্ডের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাপোষা কর্মচারী। বিকেলে ছাত্র পড়াতে বেরিয়েছিলেন তনু প্রতিদিনের মতোই সেনানিবাস এলাকাতেই। রাত সাড়ে ১০টার দিকে ময়নামতি সেনানিবাস অভ্যন্তরে পাওয়ার হাউসের পানির ট্যাংক সংলগ্ন স্থানে সোহাগীর মৃতদেহ পাওয়া যায়।
থেঁতলানো মৃতদেহ অর্ধনগ্ন অবস্থায় কালভার্টের পাশে ঝোপের ভেতর পড়ে ছিল। নাক দিয়ে রক্ত ঝরছিল। মোবাইল ফোনটিও পড়ে ছিল পাশে।
স্ট্যাটাসের সঙ্গে নিহত তনুর একটি ছবিও পোস্ট করেন মাহতাব সুমন। তিনি লেখেন, এই পোস্টের ছবিটি মারা যাওয়ার দু’দিন আগে শ্রীমঙ্গলের চাবাগানে ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের বনভোজনে উঠিয়েছিলেন সোহাগী। আমরা এই পাশবিক খুনের দৃষ্টান্তমূলক বিচার চাই।
নিহত তনু কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের (সম্মান) ছাত্রী এবং একই কলেজের নাট্য সংগঠন ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের (ভিসিটি) সদস্য। সোহাগী কুমিল্লার তিতাস উপজেলার বাসিন্দা ইয়ার হোসেনের মেয়ে।

মন্তব্যসমূহ