ভালুকায় উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের আংগারগাড়া গ্রামে ১২ মার্চ শনিবার সন্ধ্যায় চার বছরের দুই শিশুকে তেঁতুল খাওয়ানোর নাম করে একই এলাকার সোহরাব মিয়ার ছেলে জাহিদুল ইসলাম জাহিদ (১৭) ও আব্বাস আলীর ছেলে ইব্রাহীম (১৮) মিলে তাদেরকে বাড়ির পাশে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে।
জানা যায়, ঘটনার সময় ওই গ্রামের শাহ আলম এর শিশু কন্য ও আইনাল হকের শিশু কন্যাকে তেঁতুল খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়ির পাশে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে । শিশুদের আত্মচিৎকারে স্থানীয় লোকজন ওই দুই জনকে ধর্ষণের অভিযোগে আটক করে পুলিশে সোপর্দ্দ করেছে। এ ঘটনায় ভালুকা মডেল থানায় পৃথক ২ টি মামলা দায়ের করা হয়েছে । মামলা নং ১৩ ও ১৪ তাং ১৩/০৩/২০১৬ ।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মামুন অর-রশিদ জানান, ধর্ষিতাদের ডাক্তারী পরীার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে ।
মন্তব্যসমূহ