আদালত সম্পূর্ণ স্বাধীন বলেই দুই মন্ত্রীর সাজা হয়েছে

আদালত সম্পূর্ণ স্বাধীন বলেই দুই মন্ত্রীর সাজা হয়েছেঢাকা: আদালত সম্পূর্ণ স্বাধীন বলেই সরকারের দু’মন্ত্রীর সাজা হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
বন ও পরিবেশ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. হাছান মাহমুদ আজ সকালে নগরীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ন্যাশনাল স্টুডেন্টস পার্টি (এনএসপি) নামে একটি সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন।
ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি-জামায়াত যে ভাবে দীর্ঘ তিনমাস পেট্রলবোমা মেরে দেশের নিরীহ মানুষকে হত্যা করেছে তা দেশের জন্য কলঙ্ক হয়ে থাকবে।
তিনি বলেন, এ কলঙ্ক থেকে জাতিকে মুক্ত করার জন্য বিশেষ আদালত গঠন করে পেট্রলবোমা নিক্ষেপকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তিনি আরো বলেন, আদালতের রায় বিএনপি’র পক্ষে গেলে আদালত স্বাধীন, আর বিপক্ষে গেলে আদালত স্বাধীন নয়- বিএনপির এ ধরনের দ্বিমুখী নীতি বর্জন করা উচিত।
সংগঠনের আহবায়ক রুবেল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের অন্যান্য শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।

মন্তব্যসমূহ