ভালুকায় অবৈধ ডিস (স্যাটালাইট) ব্যবসা করে অনেকেই রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ। সরকারি কর ফাকি দিয়ে পাইরিসি সিকনাল ডাউনলোড করে স্টার জলসা, জি বাংলা, সনি আট, ডিসকভারি, ন্যশনাল জিও গ্রাফি, সেট ম্যাক্স, জি টিভি সহ বিভিন্ন চ্যানেল সংযোগ দিয়ে দেদারসে ডিস ব্যবসা চালাছে। বুধবার জানা যায়, মাস্টার বাড়ী ডোবালিয়া পাড়া মনির হোসেন (বেন্ডার) এর বাড়ীতে জনৈক শহিদ মিয়া ঘর ভাড়া নিয়ে দীর্ঘ দিন যাবৎ শহিদ স্যাটালাইট নামে এ ডিস ব্যবসা পরিচালনা করছে। শহিদের বড় ভাই সাইদুল ইসলাম জানান, আমাদের তিন শতাধিক সংযোগ দেয়া আছে। প্রতি সংযোগে মাসিক দুইশত টাকা ভাড়া। কন্টোল রুম পরিদর্শন করতে চাইলে সাংবাদিকদের বাধাদেন এবং বলেন আমাদের সরকারি অনুমোদন আছে ও প্রশাসনকে জানিয়েই ব্যবসা করছি। তাৎক্ষনিক সরকারি অনুমোদনকৃত কোন কাগজপত্র দেখাতে পারেনি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার কামরুল আহসান তালুকদার বলেন, আমি বিষয়টা খোজ নিয়ে দেখছি এ রকম অভিযোগ পাওয়া গেলে তার বিরোদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।
মন্তব্যসমূহ