২৯ এপ্রিল ‘আইসক্রিম’ আসছে


Image result for ২৯ এপ্রিল ‘আইসক্রিম’ আসছে
আগামী ২৯ এপ্রিল মুক্তি পাচ্ছে রেদওয়ান রনির দ্বিতীয় চলচ্চিত্র ‘আইসক্রিম’। সম্প্রতি কোনো কাটছাঁট ছাড়াই ছবিটি সেন্সরের ছাড়পত্র পেয়েছে। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নবাগত নাজিফা তুশি, রাজ ও উদয়। এ ছাড়া ছবির গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, দিতি ও ওমর সানী। রেদওয়ান রনি বলেন, ‘ছবির গল্প এই সময়ের প্রেমের সত্যিকারের কাহিনী অবলম্বনে। পাশাপাশি এতে বাঙালির ইতিহাস-ঐতিহ্যের কথাও তুলে ধরা হয়েছে। আইসক্রিম সবারই প্রিয় ও ভালোবাসার প্রতীক। আমাদের ছবির গল্পও ভালোবাসার। তাই এর নাম রেখেছি আইসক্রিম।’ এটি প্রযোজনা করেছে পিং-পং এন্টারটেইনমেন্ট, পপকর্ন ফিল্মস ও টপ অব মাইন্ড।

মন্তব্যসমূহ