আগামী ২৯ এপ্রিল মুক্তি পাচ্ছে রেদওয়ান রনির দ্বিতীয় চলচ্চিত্র ‘আইসক্রিম’। সম্প্রতি কোনো কাটছাঁট ছাড়াই ছবিটি সেন্সরের ছাড়পত্র পেয়েছে। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নবাগত নাজিফা তুশি, রাজ ও উদয়। এ ছাড়া ছবির গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, দিতি ও ওমর সানী। রেদওয়ান রনি বলেন, ‘ছবির গল্প এই সময়ের প্রেমের সত্যিকারের কাহিনী অবলম্বনে। পাশাপাশি এতে বাঙালির ইতিহাস-ঐতিহ্যের কথাও তুলে ধরা হয়েছে। আইসক্রিম সবারই প্রিয় ও ভালোবাসার প্রতীক। আমাদের ছবির গল্পও ভালোবাসার। তাই এর নাম রেখেছি আইসক্রিম।’ এটি প্রযোজনা করেছে পিং-পং এন্টারটেইনমেন্ট, পপকর্ন ফিল্মস ও টপ অব মাইন্ড।
মন্তব্যসমূহ