চাঁদপুর: চাঁদপুরের সবচেয়ে উঁচু ৭ম তলা ভবন ‘চাঁদপুর টাওয়ারে’ ভয়াবহ আগুন লাগে। এতে টাওয়ারের লিফট ও নিচে থাকা মালামালের ক্ষতি হয়েছে। আগুন নিভাতে গিয়ে আহত হয়েছেন কমপক্ষে ২০ জন ব্যবসায়ী। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় টাওয়ারের প্রায় অর্ধশত দোকান রক্ষা পেয়েছে।
শনিবার সন্ধ্যা ৬টায় শহরের কালিবাড়ি এলাকা এ টাওয়ারটিতে আগুনের ঘটনা ঘটে।
ওই টাওয়ারের জিন্স হাউজের সালাউদ্দিন ও আইডিয়ার রহমত উল্ল্যাহ জানান, লিফটের জন্য তৈরি স্থান থেকে হঠাৎ ধোঁয়া দেখতে পাই। সঙ্গে সঙ্গে অন্যান্য ব্যবসায়ীরা মিলে বালতি করে পানি ঢালতে থাকি। আগুন নিয়ন্ত্রণে না আনতে পারায় ফায়ার সার্ভিস স্টেশনকে খবর দিলে তারা এসে পার্কিংয়ের গেইটের তালা ভেঙে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে বড়ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছেন টাওয়ারের ব্যবসায়ীরা।
চাঁদপুর উত্তর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মোসলেহ উদ্দিন ঢাকাটাইমসকে জানান, স্তুপকৃত ময়লা থেকে আগুনের সূত্রপাত হয়। সময়মত ফায়ার সার্ভিসকে জানানোর কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। আগুন নিয়ন্ত্রণে আনতে এক ঘণ্টা সময় লেগেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী জানান, চাঁদপুর টাওয়ারের ব্যবসায়ীরাই টাওয়ারের সব কাজ করতে হয়। মার্কেটের তত্ত্বাবধানে কোনো লোক নেই। শুধু মাস শেষ হলেই মালিককে দেখা যায়। ব্যবসায়ীরা সবাই ভূমিকা না রাখলে আগুনে অনেক ক্ষয়ক্ষতি হতো বলে জানান তারা।
মন্তব্যসমূহ