আসন্ন ইউপি নির্বাচনে ভালুকায় আ’লীগের চেয়ারম্যান প্রার্থী চুড়ান্ত করতে কয়েক কোটি টাকা মনোনয়ন বাণিজ্যের প্রতিবাদে মানববন্ধন
আবু ইউসুফ জেলা প্রতিনিধি আসন্ন ইউপি নির্বাচনে ভালুকায় আ’লীগের চেয়ারম্যান প্রার্থী চুড়ান্ত করতে কয়েক কোটি টাকা মনোনয়ন বাণিজ্যের প্রতিবাদে মানববন্ধন করেছেন বিভিন্ন ইউনিয়নের মনোনয়ন বঞ্ছিত প্রার্থী ও কর্মী-সমর্থকরা। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
১০ নং হবিরবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিনের নেতৃত্বে মানববন্ধনে বঞ্ছিত প্রার্থীদের মাঝে ০৭ নম্বর মল্লিকবাড়ি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শ্রী ব্রজেন দাস ও ৭১ এর মহান মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক ১১ এফ, জে,সেক্টরের সাব সেক্টর কমান্ডার (অধিনায়ক) মুক্তিযুদ্ধের আফসার বাহিনির প্রতিষ্ঠাতা, সাবেক ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান মরহুম মেজর আফসার উদ্দিন আহমেদ এর সুযোগ্য সন্তান ও মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সদস্য,মুল্লিকবাড়ী ইউনিয়নের মাটি ও মানুষের নেতা। দলমত নিবিশেষে সকলের প্রিয় মানুষ ও মুল্লিকবাড়ীর সবচাইতে জনপ্রিয় নেতা। আ’লীগের মনোনয়ন বঞ্ছিত, মো: জসিম উদ্দিন, ০২ নম্বর মেদুয়ারী ইউনিয়নের আ’লীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো: লোকমান হেকিম, ০৬ নম্বর ভালুকা ইউনিয়নের আফজাল হোসেন মন্ডল,মোহন মিয়া ও মো: মোশারফ হোসেন ঢালীসহ বিভিন্ন ইউনিয়নের কয়ে’শ কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।
মানববন্ধনে মনোনয়ন বঞ্ছিতদের মাঝে নিজাম উদ্দিন বলেন, তৃণমূলের কোন গুরুত্ব না দিয়ে কোটি টাকার বিনিময়ে হবিরবাড়ি ইউনিয়নে একজন জনসমর্থহীন ছেলেকে মনোনয়ন দেয়া হয়েছে। আফজাল হোসেন মন্ডল বলেন, দুই কোটি টাকার বিনিময়ে ০৬ নম্বর ইউনিয়নে একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির, ভালুকার ১০ নং হবিরবাড়ি ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ নির্বাহী কমিটির ৪৮ নাম্বার সদস্যর নামও চুড়ান্ত করে কেন্দ্রে পাঠানোর কারণে কর্মী-সমর্থকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। বক্তারা এসব মনোনয়ন বাতিল করে তৃণমূলের ভোটে যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেয়ার দাবি জানান এবং তা না হলে বিক্ষোভ মিছিলসহ কঠোর আন্দোলনে যাবেন বলে মানববন্ধনে হুসি য়ারিদেন বক্তারা ।
মন্তব্যসমূহ