- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
এইচ এম মোমিন তালুকদার
ময়মনসিংহের ত্রিশালের বাগান ইসলামীয়া আলীম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে ব্যপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন মাদ্রাসাটির ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ।বৃহস্পতিবার সকাল ১১টায় বাগান ইসলামীয়া আলীম মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরোদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ পেশ করেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোঃ জুবায়ের হোসেন। লিখিত অভিযোগে জানাযায় অত্র শিক্ষা প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ার সাদত জাহাঙ্গীর একজন শরীরচর্চা শিক্ষক হিসেবে চাকরিতে যোগদান করেন। বাংলা শিক্ষায় শিক্ষিত শরীরচর্চা একজন শিক্ষক আলীম মাদ্রাসায় ১২বছর যাবত ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছেন। তিনি দীর্ঘ দিন ধরে অনিয়ম তান্ত্রিক ভাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে থেকে নানা অনিয়ম, দুর্নীতি ও মোটা অংকের টাকা আত্বসাত করে আসলেও কেউ তার বিরোদ্ধে মুখখোলতে সাহস পাননি বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। বর্তমান ম্যানেজিং কমিটি গঠন করার পর থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়ে কমিটির লোকজন প্রতিবাদ সহ বিভিন্ন দপ্তরে তার বিরুদ্ধে অভিযোগ করেও কোন ফল পাচ্ছেন না। ইতি পূর্বে মাদ্রসার বেঞ্জ ও চেয়ার টেবিল মেরামতের জন্য সরকারী ভাবে ৩ লাখ ৫০ হাজার টাকা বরাদ্ধ দেওয়া হলে উক্ত টাকা উত্তোলন করে পুরো টাকায় আত্বসাদ করেছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ। গত কিছুদিন পূর্বে ২জন শিক্ষক নিয়োগ বাবদ তাদের কাছ থেকে ৯লাখ ৫০হাজার টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে সংবাদ সম্মেলনে। এছাড়াও শিক্ষারর্থীদের কাছ থেকে প্রবেশ পত্র বিতরণ বাবদ ১ হাজার টাকা করে প্রায় ৪০ হাজার টাকা সহ বিভিন্ন অযুহাত দেখিয়ে কতিপয় শিক্ষকদের কাছ থেকেও মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সংবাদ সম্মেলনে আরো অভিযোগ করেন মাদ্রাসার ২টি কম্পিউটার, রেজুলেশন খাতা ও প্রয়োজনিয় কাগজপত্র ভারপ্রাপ্ত অধ্যক্ষ তার নিজ বাসায় রেখে দিয়েছেন। তার নানা অপকর্ম, দুর্নীতি ও মাদ্রাসায় অনুপস্থিত থাকার কারণে গত ১২ই মার্চ ম্যানেজিং কমিটির মিটিংয়ে সর্বসম্মত ভাবে আনোয়ার সাদত জাহাঙ্গীরকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ থেকে অব্যহতি দিয়ে মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা শাহীন আলমকে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু উক্ত সিদ্ধান্ত এখনো কার্যকর করা হয়নি। সংবাদ সম্মেলনে ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য শাজাহান সিরাজ, শাহীন আলম, শিক্ষক প্রতিনিধি শাহানাজ বেগম, আবুল কালাম আজাদ, মাওলানা সাইফুল ইসলাম, বিদ্যুৎ শাহী সদস্য আব্দুস সাত্তার ও মাদ্রাসার অন্যান্য শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ