রহস্যময় ফল ‘রক্ত গোটা’


’রক্ত গোটা’ ফলের এই নাম পাহাড়ে শোনা যায়। প্রকৃতই এই ফলের সাধারণ প্রচলিত কিংবা বৈজ্ঞানিক নাম আমার জানা নেই। ফলের খোসা ছাড়িয়ে হাতে নিলে হাত তাজা রক্তে ভরে যায়।আসল নয়। ফলের রস মানুষের তাজা রক্তের মতো । শোনা যায় রাঙামাটির পাহাড়ে এই ফলের চাষ হয়। তবে চিটাগাং বাজারেও এই ফল গুলো ডায়াবেটিক ফল হিসেবে বেশি দামে বিক্রি করছে।পাকা ফল মুখে নিলে মনে হবে আপনি রক্ত পান করছেন । টক আর হালকা মিষ্টির সংমিশ্রণে অদ্ভুত স্বাদ। পাহাড়ি রক্ত ফল হিসাবে চিনে 
গুগল ঘেঁটে এর বৈজ্ঞানিক নাম পাওয়া গেল না। রহস্যময় এই ফলের পরিচয় অনেক রহস্য তৈরী করলো। আশা করা যায় এই ফলটি নিয়ে অনেক গবেষনা হবে। কিংবা কোথাও হচেছ।বাজারে হাজারো ফলের মাঝে ’রক্ত গোটা’ নিজস্ব পরিচয় নিয়ে মানুষের রুচিতে জায়গা করে নিবে।

মন্তব্যসমূহ