আগুনের গর্ভ থেকে বলছি
দালান জাহান
আগুনের গর্ভ থেকে বলছি
আদত বিশ্ব ডুবান আগুন
অবিচার দ্রারিদ্র ক্ষুধার আগুন
সীমারেখার দাগ্রিমা কেটে
মৃত্যযুগের শুরু
কোটি বছরের তারা খন্ড আমি আমরা
জনম জনম ধরে জ্বলছি ।
মহাগগণ ভরে গেছে
ভিনদেশি ভিন্ন গ্রহের প্রাণে
শিকড়ে শিকড়ে অরুণ রাঙা
মৃত্যক্ষুধার হাড়
হাজার বজ্রপাতে ঘুমঘোর নিশিশেষ
বিস্রস্ত দেবতার মন্ডু নিয়ে
ধূসরসন্ধ্যা উড়ে মিথ্যা ভরা বিশ্ব অনিমেষ ।
গোধূলির অগ্নিধূলোয় রাঙা
মজলুমের মুদিত নিঃশ্বাস দীপ কালে
জন্মজননীর ডানা ভরা আকাশ ছায়া
দুঃশাসনের আঁখি চুম্বন খেলে ।
অক্ষের ঘূর্ণন শেষে
মিথ্যা বাণী হয় মানুষের শিল্প শাসন
ইথার ভাসে নির্লিপ্ত চোখের কাহিনী
অনাঘ্রাত শন্নির দশা
পাতালের ভোগবতী পৃথিবীর জ্বালানি স্টেশন ।
দীনে মোহাম্মদ গেল
শান্তির অবতার হয়ে
সত্যযুগে ফিরে দেখ
নির্বাণ প্রদীপ গেছে রয়ে ।
আবার আগুন জ্বলবে
বিশ্বপোড়া আগুন প্রারম্ভের আগুন
কালজ্ঞ ত্রিবেণী নিদর্শনে
উল্টে যাবে ধরনী সঠিক অবস্থানে
মিলিয়ন মিলিয়ন বছরের শোষণে
পুণ্য আর পাপের লড়াইয়ে
লাশের পরে লাশ পড়বে
দুর্গন্ধ হবে বিশ্ব অজানা ভাইরাসে
মৃত্যু ভয়ে দৌড়ে পালাবে মানুষের ভেলা
প্রাণহীন দেহগুলো সৎকার করবে কে ?
দালান জাহান
29 Apr 16আগুনের গর্ভ থেকে বলছি
দালান জাহান
মন্তব্যসমূহ