আইসিসি’র ঐতিহাসিক ম্যাচে বাংলাদেশ


icc-trophy
ঠিক ১৯ বছর আগের এদিনে আইসিসি ট্রফি উঁচিয়ে ধরেন আকরাম খান। যা স্মরন করে আজও শিহরিত হন নান্নু, হাসিবুল হোসেন শান্তরা। মাঝের সময়টাতে অবকাঠামোগত দিক থেকে এগুলোও মাঠের খেলায় ততটা বিকশিত হয়নি ক্রিকেট বলে মনে করেন সাবেক ক্রিকেটাররা।

১৩ এপ্রিল ১৯৯৭। মালয়েশিয়ার কিলাত ক্লাব মাঠে কেনিয়াকে ২ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। বৃষ্টিবিঘিœত ফাইনাল শেষ হয় দু’দিনে। শেষ ওভারে এগারো আর শেষ বলে এক রান প্রয়োজন ছিল বাংলাদেশের। হাসিবুল হোসেন শান্তর সেই বহুল আকাক্সিক্ষত লেগ বাই স্বপ্নপূরণ করে লাল সবুজের। ফাইনালে উঠেই অবশ্য বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ।

কিন্তু এই শিরোপা সারাদেশে ক্রিকেটের গনজোয়ার তৈরি করে। বাংলাদেশের ক্রিকেটের গতিপথ পরিবর্তনের প্রতীক হয়ে ক্রিকেট বোর্ড কক্ষে শোভা পাচ্ছে এই রেপ্লিকা ট্রফিটি। এই ১৯ বছরে কতটা এগিয়েছে দেশের ক্রিকেট? ভবিষ্যতে শীর্ষ ৫ টেস্ট খেলুড়ে দেশের মধ্যে বাংলাদেশকে দেখতে চান তারা। ওয়ানডেতে বিশ্বকাপ জিতবে বাংলাদেশ আশাবাদী সাবেক ক্রিকেটাররা।

মন্তব্যসমূহ