আবু ইউসুফ ময়মনসিংহ জেলা প্রতিনিধি আগামী ৩০ এপ্রিল ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ ও মহানগর আওয়ামীলীগের ত্রিবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হবে। বুধবার বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামীলীগের বৈঠকে এ সিদ্বান্ত নেয়া হয়।
বুধবার রাতে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাজিম উদ্দিন আহম্মেদ মুঠোফেনে আলোকিত ময়মনসিংহ প্রত্রিকার সম্পাদক প্রদীপ ভৌমিককে বিষয়টি নিশ্চিত করেছেন।
নাজিম উদ্দিন আহম্মেদ বলেন, একই দিনে ও একই সময় ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ ও মহানগর আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন আগামী ৩০ এপ্রিল সকাল ১০ টায় শহরের সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত হবে।
এ সম্মেলনে প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম উপস্থিত থাকবেন বলে তিনি জানিয়েছেন।
মন্তব্যসমূহ